রোহিঙ্গা সেজে করোনা টেষ্ট, ফলাফল পজেটিভ

সংগৃহীত ছবি

বান্দরবান: নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের বড়ুয়া সম্প্রদায়ের একজনের নমুনা টেষ্টে ফলাফল পজেটিভ বলে খবর পাওয়া গেছে। ওই বড়ুয়া ব্যক্তি উখিয়া কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আর্ন্তজাতিক সংস্থা এমএসএফ পরিচালিত স্বাস্থ্য কেন্দ্রে তার প্রকৃত ঠিকানা গোপন করে রোহিঙ্গা সেজে রোহিঙ্গা ক্যাম্পের ঠিকানা লিপিবদ্ধ করেন।

সূত্রে জানা যায়, ওই ব্যক্তির ফার্মেসী ব্যবসা করতেন কক্সবাজার উখিয়া কুতুপালং শরণার্থী ক্যাম্পে লাগোয়া উখিয়া-টেকনাফ প্রধান সড়কের পার্শ্বে।

১৪ মে (বুধবার) তার শরীরে অসুস্থতা অনুভব করতে পেরে সে রোহিঙ্গা সেজে স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিতে গিয়ে চিকিৎসক কোভিড-১৯ উপসর্গ কথা জানতে পেরে নমুনা সংগ্রহ করে পাঠিয়ে দেয় কক্সবাজার মেডিকেল হাসপাতাল ল্যাবে। সেই ল্যাব থেকে ১৫ মে তার নমুনা টেস্ট ফলাফল পজেটিভ আসে।

তার লিপিবদ্ধ করা ঠিকানা নিয়ে খুজঁতে শুরু করে স্বাস্থ্য কর্মীরা। রোহিঙ্গা ক্যাম্প রেজিস্টারে ওই নামে কেউ না থাকায় বিভ্রতে পড়ে যায় প্রশাসন ও স্বাস্থ্য কর্মীরা। কঠোরভাবে খোজঁ নিতে গিয়ে জানা যায় তিনি একজন বাংলাদেশী নাগরিক। তার স্থায়ী ঠিকানা নাইক্ষ্যংছড়ি উপজেলার ধুমধুম ইউনিয়নের কুচুবোনিয়া গ্রাম।

নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য প: প: কর্মকর্তা ডা. আবু জাফর মো. ছলিম সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, কুতুপালং এমএসএফ হাসপাতাল থেকে প্রেরিত কক্সবাজার মেডিকেল কলেজের স্যাম্পল টেস্টের রিপোর্টের উপর ভিত্তি করে বাংলাদেশের স্থানীয় লোক জনৈক বড়ুয়াকে প্রাথমিকভাবে রোহিঙ্গা শরনার্থী বলা হয়েছিলো। বৃহস্পতিবার (১৫ মে) পরীক্ষায় করোনা ‘পজেটিভ’ রিপোর্ট আসা জনৈক বড়ুয়া’র নামীয় কোন রোহিঙ্গা শরনার্থী এ ক্যাম্পে নেই।

পরে এ বিষয়ে খোঁজখবর নিয়ে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জানা যায়, করোনা শনাক্ত হওয়া ওই ব্যক্তি নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের কুচুবোনিয়া এলাকার স্থানীয় নাগরিক। তাকে আপাতত হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (১৬ মে) তার সংস্পর্শ লোক জনের ঘরবাড়ী লকডাউনসহ নমুনা সংগ্রহ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, এর আগে নাইক্ষ্যংছড়িতে করোনা পজেটিভ শনাক্ত হয়েছিল ৫ জনের। তারা সবাই নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে ন্যাশানাল গাইড লাইন অনুযায়ী সঠিক চিকিৎসায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।