
‘‘সকাল ১০টা। মোবাইল ফোনের মেসেজ টোন বেজে ওঠে। মেসেজটি খুলে দেখি দুই হাজার পাঁচশত ছয়ত্রিশ টাকার একটা মেসেজ এসেছে। লেখা রয়েছে- মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ‘নগদ’-এর মাধ্যমে পেয়েছেন। টাকাটা পেয়ে আমার খুব সুবিধা হয়েছে। করোনার কারণে ঘরে বসা। কোনো কাজকর্ম নেই। দরিদ্র পরিবার। সামান্য দর্জির কাজ করে সংসার চালাতে হয়। ঈদ সামনে। হাতে একটা টাকাও নেই। চিন্তায় ছিলাম কিভাবে খেয়ে পরে বাচঁবো। ঠিক সেই মুহুর্তে প্রধানমন্ত্রী আমাকে যে উপহার পাঠিয়েছেন তার জন্য আমি খুবই খুশি। আল্লাহর কাছে দু’হাত তুলে দোয়া করবো। হে আল্লাহ তুমি তাকে (প্রধানমন্ত্রীকে) দীর্ঘায়ু দান করো।’’এভাবেই কথাগুলো বলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামের দর্জির কাজ করে জীবিকা নির্বাহ করা নাসির উদ্দীন মুন্সী।শুধু নাসির মুন্সী নন। একই রকম অনুভূতি ব্যক্ত করেছেন একই উপজেলার বেশ কয়েকজন দরিদ্র মানুষ।