সিএমপিতে করোনায় প্রথম মৃত্যু কনস্টেবল নঈমুলের

কনস্টেবল নঈমুল হক

চট্টগ্রাম: শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে শুক্রবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মারা যাওয়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কনস্টেবল মো. নঈমুল হকের নমুনা পরীক্ষায় করোনো পজেটিভ এসেছে।

শনিবার (১৬ মে) বিকেলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ল্যাব থেকে নমুনা পরীক্ষার এ ফলাফল আসে। সেই হিসেবে কনস্টেবল মো. নঈমুল হক সিএমপির প্রথম পুলিশ সদস্য। যিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।

কনস্টেবল মো. নঈমুল হক সিএমপির ট্রাফিক বন্দর বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার এলাকায়।

করোনা উপসর্গ নিয়ে শুক্রবার (১৫ মে) সকালে সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে মারা যান কনস্টেবল নঈমুল হক। পরে তার নমুনা সংগ্রহ করা হয়।

শুক্রবার রাতে পুলিশ লাইন্স জামে মসজিদ প্রাঙ্গণে কনস্টেবল নঈমুল হকের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। পরে তার মরদেহ কুমিল্লা পাঠানো হয়।

কনস্টেবল নঈমুল হকের মৃত্যুতে শোক জানিয়েছেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।

শেয়ার করুন