পঁচা গোশত বিক্রি : জরিমানা গুণতে হলো বাড়বকুণ্ড বাজারের তিন কসাইকে

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড বাজারে জব্দকৃত পঁচা গোশত

সীতাকুণ্ডে গরুর পঁচা গোশত বিক্রি করায় তিন কসাইকে গুণতে হয়েছে ১০ হাজার টাকা জরিমানা। হাতেনাতে ধরার পর গণধোলাই দিয়ে এলাকাবাসী ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে এ অর্থদণ্ড দেওয়া হয়।

রোববার (২৪ মে) সকালে বাড়বকুণ্ড বাজারে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্তরা হলো জমির উদ্দীন (৩৮), ইদ্রিস (৪৮), মোশারফ হোসেন (৩৫)। অভিযুক্তরা সবাই মধ্যম মহাদেবপুর বাড়বকুণ্ড রঙ্গীপাড়া এলাকার বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন  নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

জানা যায়, কয়েকজন ক্রেতা মাংস কিনতে এসে দেখতে পান এক পাশ থেকে মাংস এনে অন্যপাশে মাংসের সঙ্গে মেশানো হচ্ছে। কাছে গেলে পঁচা গন্ধ পেয়ে কসাইয়ের নিকট জানতে চাইলে প্রথমে অস্বীকার করে। পরে লোকজন জড়ো হয়ে গণপিটুনী দিলে পঁচা মাংস মিশিয়ে বিক্রির কথা স্বীকার করে।

বিষয়টি স্থানীয়রা প্রশাসনকে অবহিত করলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে প্রত্যেককে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৫৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়সহ সীতাকুণ্ড মডেল থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যবৃন্দ।

শেয়ার করুন