বরকলে প্রধান শিক্ষকের মায়ের ষড়যন্ত্রের দাবি সংবাদ সম্মেলনে

রাঙ্গামাটির বরকলে প্রধান শিক্ষক মিজানুর রহমানের মা তাহমিনা তাহের অভিযোগ অস্বীকার করে ঘটনাটিকে তার ছেলেকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্রমূলক দাবি করলেন। ২৭ মার্চ ভোররাতে উপজেলার বড়হরিণা ইউনিয়নের কুকিছড়া প্রাথমিক বিদ্যালয়ের ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে তাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ আনেন, স্থানীয় গ্রামবাসী শান্ত চাকমার স্ত্রী ও তিন সন্তানের জননী জোসনা দেবী চাকমা।

পরদিন ২৮ মার্চ জোসনা দেবী চাকমা নিজে বাদী হয়ে বরকল থানায় মিজানুর রহমানকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নম্বর-০১ তারিখ-২৮/০৩/১৭) করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের জন্ম দিয়েছে।
এ বিষয়ে সোমবার সকালে রাঙ্গামাটি সদরে বনরূপার রেইনবো রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলন করেন, অভিযুক্ত মিজানুর রহমানের মা। এ সময় তিনি দাবি করে বলেন, তার ছেলে মিজানুর রহমান ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে একটি পুতপবিত্র পেশায় নিয়োজিত থেকে সম্পূর্ণ সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। কিন্তু আমার ছেলের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে- তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক। এটা করা হয়েছে আমার ছেলেকে ফাঁসানোর উদ্দেশ্যে স্থানীয় একটি কুচক্রী মহলের ইন্ধনে। আমার ছেলে সম্পূর্ণ নির্দোষ।

তবে সংবাদ সম্মেলনে মামলার কারণে পলাতক থাকায় ছেলে মিজানুর রহমানের অবস্থানের বিষয়টি নিশ্চিত করাতে পারেননি তাহমিনা তাহের। এ সময় তার আত্মীয় সঙ্গে উপস্থিত ছিলেন।

এদিকে মামলার এজাহারে বাদী বলেন, ঘটনার রাতে আমার স্বামী বাড়ির বাইরে ছিলেন। তার সুযোগে আসামি মিজানুর রহমান আমার শয়নকক্ষে ঢুকে ধর্ষণের উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে হাত দেন। এতে আমি হঠাৎ ঘুম থেকে জেগে উঠি এবং শোর-চিৎকার করি। এতে পাশের কক্ষে থাকা সাক্ষী সুজীবন চাকমা ও খইচা মার্মা তাৎক্ষণিক গিয়ে মিজানুর রহমানকে হাতেনাতে আটক করেন।

এ ব্যাপারে বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:মফজল আহমদ খান বলেন, বাদী স্ব-শরীরে থানায় হাজির হয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক মিজানুর রহমানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন