চট্টগ্রাম : মরণব্যাধী করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে আরও ১০৮ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। বুধবার (১০ জুন) চট্টগ্রামের তিনটি ল্যাবে ৩৬৫ টি নমুনা পরীক্ষা করা হয়।
এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১৪৩ টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১৫০ টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ৭২ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে বিআইটিআইডিতে ১৫ জন, সিভাসুতে ৫৫ জন, চমেক ৩৮ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। তবে কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।
আরো পড়ুন : বাকলিয়ায় শিশু হত্যার পরিকল্পনাকারীসহ আরো ২জন গ্রেফতার
আরো পড়ুন : অতিরিক্ত ফি দিয়ে গাড়ির জন্য পছন্দের নম্বর নেওয়ার সুযোগ
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় তিনটি ল্যাবে নমুনা পরীক্ষা করে মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ১০৮ জনের। এরমধ্যে ৬০ জন নগরের এবং ৪৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।