করোনা রোগী শনাক্ত ছাড়াল ৭৮ হাজার, মৃত্যু ১০৪৯

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

একদিনে আরও ৩৭ জনের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪৯ জন।বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ১৮৭ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। এ পর্যন্ত দেশে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ হাজার ৫২ জনে।

আরো পড়ুন : পপুলার গ্রুপের চেয়ারম্যানের মৃত্যু
আরো পড়ুন : মাদকের আশীর্বাদে সিএনজি চালক থেকে কোটিপতি আবদুর রহমান

সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৮৪৮ জন। সব মিলে এ পর্যন্ত মোট ১৬ হাজার ৭৪৭ জন সুস্থ হয়ে উঠলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বৃহস্পতিবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

শেয়ার করুন