
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে সদ্য বদলি হয়ে আসা সচিব মো. আব্দুল মান্নানের স্ত্রী কামরুন্নাহার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার (১৩ জুন) মধ্যরাতে রাজধানীর সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র তথ্য নিশ্চিত করেছে।
আরো পড়ুন : ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহর ইন্তেকাল
আরো পড়ুন : নাসিমের মৃত্যুতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শোক
স্বাস্থ্য সচিবের একান্ত সচিব (উপসচিব) খন্দকার জাকির হোসেন বলেন, করোনা সংক্রমণ নিশ্চিত হওয়ার পর বুধবার (১০ জুন) তাকে প্রথমে আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকলে সেদিনই তাকে সিএমএইচে নেওয়া হয়। পরে শরিনার মধ্যরাত পৌনে ১২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কামরুন্নাহার।