স্বাস্থ্য বিধি না মানায় ১৮ জনকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতে

স্বাস্থ্য বিধি না মানায় ১৮ জনকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতে

বান্দরবান : ইক্ষ্যংছড়িতে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে সরকার যে স্বাস্থ্যবিধি মেনে চলার আদেশ জারি করেছে ওই আদেশ না মানার অভিযোগে পৃথক অভিযানে ১৮ টি মামলা রুজু করে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

আরো পড়ুন : ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহর ইন্তেকাল
আরো পড়ুন : শ্রদ্ধা-ভালবাসায় চিরনিদ্রায় শায়িত মোহাম্মদ নাসিম

অভিযান পরিচালনা করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী সাদিয়া আফরিন কচি। উপজেলা প্রশাসন জানিয়েছেন, রবিবার (১৪ জুন) সকাল সাড়ে ১০টায় থেকে দুপুর ১টা পর্যন্ত নাইক্ষ্যংছড়ি সদরের বাজারে অভিযান চালিয়ে সামাজিক দূরত্ব অমান্য করা, সরকার ঘোষিত নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখা, পথচারীসহ ব্যবসায়ীদের মাস্ক ব্যবহার না করা ও স্বাস্থ্য বিধি না মানায় দণ্ডবিধি ২৬৯ ধারায় ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার ৯শত ৫০ টাকা জরিমানা করা হয়।

স্বাস্থ্য বিধি না মানায় ১৮ জনকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতে

অভিযানশেষে ইউএনও জানান, এসব অভিযান অব্যাহত থাকবে এবং আগামীতে স্বাস্থ্য বিধি না মানলে আমরা আরও কঠোর হতে বাধ্য হবো।