কক্সবাজার জেলা পুলিশের ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন

কক্সবাজার জেলা পুলিশের ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন
কক্সবাজার জেলা পুলিশের ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন

কক্সবাজার : মরণব্যাধী করোনায় আক্রান্ত অসুস্থ রোগীর স্বজন এই নম্বরে (০১৭২৭-৬৬৬৬৬৬ অথবা ০৩৪১-৬৪০৪৮) ফোন করলেই মিলবে ফ্রি এম্বুল্যান্স সার্ভিস। এমন মানবিক উদ্যোগ নিয়েছে কক্সবাজার জেলা পুলিশ। জেলা পুলিশ জানিয়েছে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের দ্রুত সময়ে হাসপাতালে পৌঁছে দেয়া, মুমূর্ষু রোগীদের পরিবহনসহ জরুরি চিকিৎসা সেবায় অ্যাম্বুলেন্সে ফ্রি সার্ভিস দেওয়া হবে।

গতকাল দুপুরে জেলা পুলিশ অফিস চত্বরে অ্যাম্বুলেন্স সার্ভিসটির আনুষ্ঠানিক উদ্ভোধন করেন জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন।

আরো পড়ুন : লাখ ছাড়াল করোনা রোগী, মৃত্যুর মিছিলে আরো ৩৮ জন
আরো পড়ুন : সিএমপির তালিকাভুক্ত ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

এ সময় অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কক্সবাজারের পুলিশ সুপার জানান, জেলা পুলিশের সদস্যদের রেশন, পুলিশ কর্মকর্তাদের ব্যক্তিগত অনুদান এবং কয়েকজন প্রবাসী ব্যক্তির দানের অর্থে পুলিশ এমন উদ্যোগ হাতে নিয়েছে। কেবলমাত্র করোনা রোগীদের অ্যাম্বুলেন্স সার্ভিস দেওয়া হবে। ফ্রি এম্বুল্যান্স সুবিধা পেতে পুলিশের ০১৭২৭-৬৬৬৬৬৬ নম্বর মোবাইল ফোন এবং ০৩৪১-৬৪০৪৮ নম্বর টিঅ্যান্ডটি ফোনে যোগাযোগ করতে বলা হয়েছে জেলা পুলিশের পক্ষে। ফোন ২টি ২৪ ঘণ্টা খোলা থাকবে।