মুক্তিযোদ্ধাদেরকে সিএমএইচে চিকিৎসার দাবীতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

বীর মুক্তিযোদ্ধাদেরকে সিএমএইচে সুচিকিৎসা ব্যবস্থার দাবীতে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির নেতৃবৃন্দ।

চট্টগ্রাম : জাতির শ্রেষ্ঠ সন্তান ও মহান মুক্তিযুদ্ধের জীবন্ত যাদুঘর অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদেরকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বিশেষ ব্যবস্থায় ভর্তি করে সুচিকিৎসা ব্যবস্থার দাবীতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির নেতৃবৃন্দ।

সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।

আরো পড়ুন : অটুট মনোবল নিয়ে করোনাকে হারালেন সিএমপি কমিশনার
আরো পড়ুন : চীন করোনা ভ্যাকসিন আবিষ্কার করলে সবার আগে পাঠাবে বাংলাদেশে

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ, আর্ন্তজাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের অন্যতম স্বাক্ষী কাজী নুরুল আবছার, সহকারী কমান্ডার এফ এফ আকবর খান, সংসদের কোতোয়ালি থানা কমান্ডার সৌরিন্দ্র নাথ সেন, সদরঘাট থানা কমান্ডার মোঃ জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি, মুক্তিযোদ্ধার সন্তান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড.মোহাম্মদ ওমর ফারুক রাসেল, সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির আহবায়ক শাহেদ মুরাদ সাকু, সদস্য সচিব কাজী মুহাম্মদ রাজিশ ইমরান, সদস্য আবু সাঈদ মাহমুদ রনি, এস.এম আবু ইউসুফ সোহেল প্রমূখ।

স্মারকলিপিতে বলা হয়, মুক্তিযোদ্ধা পরিবার আজ চিকিৎসা ব্যবস্থা নিয়ে চরম আতংকে দিন কাটাচ্ছে। বিশেষ কওে করোনাভাইরাসের এ সময়ে চট্টগ্রামে স্বাস্থ্যসেবা নিয়ে চলছে চরম নৈরাজ্য। শুধু বীর মুক্তিযোদ্ধারা নয়, সাধারণ মানুষও হয়রানির শিকার হচ্ছে। স্মারকলিপিতে চিকিৎসার অভাবে চট্টগ্রামে মৃত্যুবরণকারী কয়েকজন বীর মুক্তিযোদ্ধার কথা তুলে ধরা হয়।

স্মারকলিপিতে আরো বলা হয়, সাধারণ মুক্তিযোদ্ধা যারা এখনো বেঁচে আছেন তাঁরাও আতংকে জীবন যাপন করছেন। অনেকে সহযোদ্ধা হারানোর শোক নিয়ে এক বুক আশায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে আছেন।

একমাত্র প্রধানমন্ত্রীই বীর মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছেন। মুক্তিযোদ্ধারা আজ অভিভাবকহীন হয়ে পড়েছে। যাঁরা জীবন বাজি রেখে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য বিশ্ব মানচিত্রে স্বাধীন দেশ উপহার দিয়েছেন তাঁরা আজ অক্সিজেনের অভাবে কিংবা একটি আইসিইউ বেডের অভাবে নিঃশ্বাসের কষ্ট নিয়ে মারা যাচ্ছেন। এর চেয়ে বড় লজ্জা বা অপমানের আর কি হতে পারে।

স্মারকলিপিতে সরকারের বিভিন্ন কার্যক্রমে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অবিলম্বে চট্টগ্রামে চিকিৎসা ব্যবস্থায় নৈরাজ্য বন্ধ করতে কঠোর ব্যবস্থা নেওয়া এবং চট্টগ্রামসহ সারাদেশের অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদের
চিকিৎসা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তির ব্যবস্থা করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানানো হয়। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বীর মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের নেতৃবৃন্দেও কথা শুনে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের নিকট তুলে ধরার আশ্বাস দেন।

শেয়ার করুন