একনেকে অনুমোদন ২১২ কোটি টাকা
হালদার তীর সংরক্ষণ কাজ শীঘ্রই শুরু

হালদা নদীর গুমানমদ্দন ইউনিয়নের সিপাহীর বাড়ি এলাকার ভাঙ্গনের দৃশ্য

হাটহাজারী প্রতিনিধিঃ রাক্ষুসী হালদা নদীর করাল গ্রাস থেকে রক্ষা পাচ্ছে হালদার তীরবর্তী বসবাসরত কয়েক হাজার পরিবার। সম্প্রতি বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় পত্রিকায় হালদা নদীর ভাঙ্গন নিয়ে সিরিজ প্রতিবেদন প্রকাশ করা হলে প্রধানমন্ত্রী দেশনেত্রী বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি গোচর হলে মঙ্গলবার (৪ এপ্রিল) তিনি একনেকের এক বৈঠকে হালদা নদীর হাটহাজারী ও রাউজান সীমানা হালদার উভয় তীর রক্ষাকল্পে ‘তীর সংরক্ষণ’ কাজের জন্য ২১২ কোটি ৮ লাখ টাকা অনুমোদন দেন। প্রকল্পটি জিওবি (সরকারি) অর্থায়নে বাস্তবায়িত হবে।

প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন হাটহাজারী ও রাউজান উপজেলার হাজারো মানুষ।

হাটহাজারী ও রাউজান এই দুই উপজেলার সীমানার উপর প্রবাহিত হালদা নদীর পাড় দীর্ঘ দিন ধরে ভাঙ্গতে থাকে। নদীর পাড় ভাঙ্গতে ভাঙ্গতে হালদা নদীর আশপাশের কয়েকশত একর ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে যায়। পাশাপাশি দুই উপজেলার কয়েক হাজার পরিবারের ঘরবাড়িসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসাসহ এমনকি কবরস্থান পর্যন্ত বিলীন হয়ে গেছে। এছাড়াও বহু পরিবার তাদের পূর্বপুরুষের বসতভিটা পর্যন্ত হালদার করাল গ্রাসে হারিয়ে গেছে। দীর্ঘ দিন পর হালদার তীরবর্তী মানুষের ভাগ্যে পরিবর্তনের ছোয়া লেগেছে। হালদা পাড়ের বাড়ি ঘর রক্ষার্থে দক্ষিণ হাটহাজারী মদুনাঘাট হতে শুরু করে উত্তর হাটহাজারী ও রাউজান উপজেলার সীমানা পর্যন্ত এই তীর সংরক্ষণ কাজ হবে বলে জানা গেছে।

মঙ্গলবার ঢাকার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে পানিসম্পদ মন্ত্রী ব্যরিষ্টার আনিসুল ইসলাম মাহামুদ এম.পি জানান, শীঘ্রই প্রকল্পের কাজ শুরু হবে। কাজ শুরু হলে দুই উপজেলার হালদা পাড়ে বসবাসরত সাধারণ মানুষসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি, মসজিদ, মাদ্রাসা হালদা নদীর ভাঙ্গন থেকে রক্ষা পাবে।

শেয়ার করুন