বঙ্গবন্ধুর নামে দিল্লির ‘পার্ক স্ট্রিট’ সড়ক

দিল্লির বিখ্যাত সড়ক ‘পার্ক স্ট্রিট’ সড়কটির নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চারদিনের ভারত সফরের একদিন আগে এ সিদ্ধান্তের কথা জানালো নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি)।

এনডিএমসি’র ভাইস চেয়ারম্যান করন সিং তানবার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি পৌঁছানোর আগেই সড়কের নাম বদলের কাজ শেষ হবে।’ এনডিএমসি’র এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, বাংলাদেশের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের অংশ হিসেবেই এ বন্ধুত্বের নজির স্থাপন করা হয়েছে।

দিল্লির শঙ্কর রোড-মন্দির মর্গ ট্রাফিক চত্বর থেকে রাষ্ট্রীয় রাম মনোহর লোহিয়া হসপিটালের সামনে মাদার টেরিজা ক্রিসেন্ট পর্যন্ত সড়কটি এতোদিন পার্ক স্ট্রিট বলে পরিচিত ছিল।

শেয়ার করুন