
চট্টগ্রাম : নতুন করে ২৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৬৬৮ জনে।
আরো পড়ুন : সীতাকুণ্ড ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সড়ক দুর্ঘটনায় নিহত
আরো পড়ুন : করোনায় কেড়ে নিলো সিএমপির কনস্টেবল জাহেদকে
চট্টগ্রামের ছয়টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ১২৩৬টি নমুনা পরীক্ষা করে ২৬৩ জনের করোনা শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী। তিনি জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে নগরীতে ১৯৬ জন এবং উপজেলায় ৬৭ জন রয়েছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় এ জেলায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি বলেও জানান তিনি।