ইয়াবা, প্রাইভেট কারসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার চট্টগ্রামে

ইয়াবা, প্রাইভেট কারসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার চট্টগ্রামে
ইয়াবা, প্রাইভেট কারসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার চট্টগ্রামে

চট্টগ্রাম : শাহ আমানত সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৬শ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। আটকরা হলেন-সাদ জিয়াউল ফারুক (২৬) ও মোঃ আরিফ (৪২)।

শনিবার (৪ জুলাই) বিকাল ৫টার দিকে তাদের আটক করা হয়।

আরো পড়ুন : চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন : জরিমানা আদায়
আরো পড়ুন : করোনা-আঁধারে মানবিক ডাঃ ফারহানা মমতাজ

মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাহবুবুল আলম জানান, গোপন সংবাদের কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৬ শত পিস ইয়াবা ও ১টি প্রাইভেট কার সহ ২ মাদক কারবারি কে গ্রেপ্তার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে কর্ণফুলি থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন