দোছড়িতে দেড় হাজার অসহায় পরিবার পেল ইউএনডিপির ত্রাণ সামগ্রী

দোছড়িতে দেড় হাজার অসহায় পরিবার পেল ইউএনডিপির ত্রাণ সামগ্রী

বান্দরবান : জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সবচেয়ে দুর্গম সীমান্তবর্তী দোছড়ি ইউনিয়নে করোনা দুর্যোগে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবি অসহায় দুস্থ প্রায় ১৫শ পরিবার পেল ইউএনডিপির ত্রাণ সহায়তা।

বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি) এর অর্থায়নে উপজেলার দোছড়ি ইউনিয়নের লেমুছড়ি বাজার সেট এলাকায় এসব ত্রাণ সামগ্রী পাহাড়ি-বাঙ্গলি অসহায় দোস্ত নারী-পুরুষের মাঝে বিতরণ করা হয়।

আরো পড়ুন : আঞ্জুমানের টাওয়ার নির্মানে সহযোগিতার আশ্বাস সিএমপি কমিশনারের
আরো পড়ুন : দোছড়িতে দেড় হাজার অসহায় পরিবার পেল ইউএনডিপির ত্রাণ সামগ্রী

এতে প্রধান অতিথি দোছড়ি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবউল্লাহ, বিশেষ অতিথি ছিলেন. ইউএনডিপি বান্দরবান জেলার দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক (ডিষ্টিক্ট ম্যানেজার) খুশিরায় ত্রিপুরা, লামা, আলীকদমের প্রোগ্রাম অফিসার গোলাম মোস্তাফা কামাল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান, উপজেলা ফ্যাসিলিটেটর সেলিম উদ্দিন, উপজেলা কোঅর্ডিনেটর মোঃ সাদ্দাম হোসেন, হেডম্যান মংনু মার্মা, মহিলা এম ইউপি রেহেনা বেগম, নুরুল আলম মেম্বার, জমির উদ্দীন মেম্বার, দেলওয়ার মেম্বারসহ ইউএনডিপির প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা যায়, ইউএনডিপির অর্থায়নে উপজেলার ৫ ইউনিয়নে ৯ হাজার ২ শত ৬২ জন দরিদ্র ও অসহায় পাহাড়ি-বাঙ্গালীদের মাঝে ধারাবাহিক ত্রাণ বিতরণের অংশ হিসাবে আজ দোছড়ি ইউনিয়নের ১২শ ৯৩ পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রীর প্রতিটি প্যাকেটের মধ্যে ১৫ কেজি চাল,৫ কেজি আলু,২ কেজি পেয়াঁজ, ২টি সাবান,১লিটার সয়াবিন তৈল, ৭ প্রকারের ফলজ বীজসহ মাক্স রয়েছে।

এছাড়াও ৩ সেপ্টেম্বর বাইশারী, ৫ সেপ্টেম্বর ঘুমধুম ইউনিয়নে যথাক্রমে আরো ৫ হাজার ৭শত ৮২ পরিবার ইউএনডিপির এ ধারাবাহিক ত্রাণ সহায়তা পাবার কথা রয়েছে।

শেয়ার করুন