সাংবাদিকদের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন
মহিউদ্দিন চৌধুরী বয়সের ভারে নুজ্ব, উন্মাদ

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। ফাইল ছবি

চট্টগ্রাম : আমি ১২টা খুন করেছি, আমি হাসতে হাসতে গুলি করতে পারি। এটা কোথায় দেখেছেন উনি। একটা ডকুমেন্টারি, তথ্য-উপাত্ত দেওয়ার জন্য আমি দাবি করছি। দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী নিজমুখে মেয়র পদে মনোনয়ন ঘোষণা করেছেন। এ মনোনয়ন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তবে টাকা কে খেয়েছে? উনি কাকে মিন করতে চাইছেন? তাহলে টাকাটা কে নিয়েছেন, কে দিয়েছেন, কীভাবে দিয়েছেন উনার (এবিএম মহিউদ্দিন চৌধুরী) কাছে জানতে চাই।

লালদীঘি মাঠে নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বক্তব্যের প্রতিক্রিয়ায় মেয়র নাছির মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের এসব কথা বলেন।

১ বছর ৮ মাস ১৬ দিন হলো দায়িত্ব নিয়েছি। পাঁচ বছর পর ভোটাররা মূল্যায়ন করবে আমার কাজ। এত অল্প সময়ে এসে উন্নত, উন্নয়নশীল দেশ এমনকি আমাদের দেশেও এ ধরনের কথাবার্তা হয়।

মেয়র বলেন, সুস্থ মানুষের মুখে এ ধরনের বক্তব্য উচ্চারিত হওয়ার সম্ভাবনা কম। উনি (মহিউদ্দিন) ১৭ বছর মেয়র ছিলেন। উনি দলের সভাপতি আমি সাধারণ সম্পাদক। আমাদের কেন্দ্রীয় কমিটি অনুমোদন দিয়েছে। আমাদের ফোরাম আছে। ফোরামে উনার বক্তব্য দিতে পারতেন। যদি ফোরামে আলোচনার সুযোগ না পান তবে কেন্দ্রকে জানাতে পারতেন।

‘উনার (মহিউদ্দিন) কোনো কথার সত্যতা নেই। এ কথাগুলো কেন বলছেন, কী জন্য বলছেন এটি আমার কাছে অবাক লাগে। কেউ কেউ বলছেন, আসলে উনি বয়সের ভারে নুজ্জ হয়ে পড়েছেন বা উন্মাদ হয়ে গেছেন। আবার দুষ্টু লোকেরা বলছেন, উনি মেয়র হতে চেয়েছেন। এখন বয়স হয়ে গেছে। ভবিষ্যতেও অন্ধকার দেখছেন।’

‘কথা এক জায়গায় স্থির নেই। অনেক টাইপের কথা বলেছেন। ঢালাও অভিযোগ, ভিত্তিহীন। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে সুনির্দিষ্ট করা প্রয়োজন। সুনির্দিষ্ট কোনো কথাবার্তা নেই।’ যোগ করেন নাছির।

বন্দর চেয়ারম্যানের রুমে বসে থাকার অভিযোগ প্রসঙ্গে মেয়র বলেন, আমাদের এখানে (চসিক) সিসিটিভি আছে। বন্দরেও সিসিটিভি আছে। ফুটেজ নিলে এটার উত্তরটা পাওয়া যাবে।

শেয়ার করুন