সিএমপি কমিশনারকে মানবাধিকার ফাউন্ডেশনের স্মারকলিপি

সিএমপি কমিশনারকে মানবাধিকার ফাউন্ডেশনের স্বারকলিপি প্রদান

চট্টগ্রাম : নারী ও শিশু নির্যাতন, যৌতুক এবং মাদক প্রতিরোধে কার্যকর ও কঠোর আইনী ব্যবস্থা গ্রহণের দাবীতে নবাগত পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরকে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটি।

এ সময় ফাউন্ডেশনের চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি কাউন্সিলর হাজী জাহাঙ্গীর আলম চৌধুরী, সাধারণ সম্পাদক লেখক সাংবাদিক মতিউর রহমান সৌরভ ও সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারকলিপি গ্রহণ করে পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, আলোকিত ও নিরাপদ সমাজ এবং সকলের নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করতে প্রশাসনের সর্বাত্মক প্রচেষ্টা অব্যহত থাকবে। তিনি আরো বলেন, যৌতুক একটি সামাজিক ব্যাধি এবং মাদক হচ্ছে যুব সমাজকে ধ্বংসের প্রধান হাতিয়ার। তাই যৌতুক মাদক এবং মানবাধিকার লঙ্গন প্রতিরোধে সরকারের পাশাপাশি সচেতন নাগরিকদেরও অংশগ্রহণ ও সহযোগিতা একান্ত জরুরী।

মানবাধিকার নেতৃবৃন্দ পুলিশ কমিশনারকে চট্টগ্রামে স্বাগত জানিয়ে ফুলেল শুভেচ্ছা ও সংগঠনের মুখপত্র সাপ্তাহিক মানবাধিকার চিত্র পত্রিকার সৌজন্য কপি হস্তান্তর করেন ।

শেয়ার করুন