ধাক্কা পার্টির দুই সদস্য গ্রেফতার চট্টগ্রামে

মো. রুবেল ও মো. জাবেদ

চট্টগ্রাম : নগরজুড়েই ধাক্কা পার্টির উৎপাত চলছে। লোক সমাগম বেশি এমন স্থানে সাধারণ পথচারিকে আচমকা ধাক্কা দিয়ে কৌশলে মোবাইল, টাকা-পয়সা ছিনতাই করাই ওদের পেশা। এমন ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

আটকরা হলেন-কর্ণফুলী থানাধীন ৪ নম্বর ওয়ার্ড খোয়াজনগর এলাকার মো. বেলালের ছেলে মো. রুবেল (২২) ও ৮ নম্বর ওয়ার্ড ইছানগর এলাকার জহুর আহমদের ছেলে মো. জাবেদ (২৪)। নগরীর নতুন রেল স্টেশনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

আরো পড়ুন : চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের উপর হামলাকারীদের ছাড় নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
আরো পড়ুন : পটিয়ায় নববধূকে গণধর্ষণের মূলহোতা র‌্যাবের হাতে আটক

পুলিশ জানায়, মানুষের ভিড় দেখলে সেই স্থানকেই বেছে নেয় তারা। পরে টার্গেট হওয়া ব্যক্তির সঙ্গে ধাক্কা দিয়ে পকেট থেকে কৌশলে বের করে ফেলে মোবাইল, মানিব্যাগ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, নতুন রেল স্টেশনের সামনে থেকে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার করা হয়েছে। গ্রেফতার দুই ছিনতাইকারী একটি চক্রের সদস্য। তারা নানা কৌশলে মানুষের কাছ থেকে জিনিসপত্র ছিনিয়ে নেয়। কোথাও মানুষের ভিড় দেখলে সেখানেই টার্গেট করে। পরে টার্গেট হওয়া ব্যক্তির সঙ্গে ধাক্কা লাগিয়ে পকেট থেকে কৌশলে বের করে ফেলে মোবাইল, মানিব্যাগ। বিশেষ করে নিউমার্কেট ও রিয়াজউদ্দিন বাজার এলাকায় তারা ছিনতাইয়ের সঙ্গে জড়িত।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, দুই ছিনতাইকারীকে সন্দেহজনক ঘোরাঘুরির সময় আটক করা হয়। এ সময় তাদের কাছে মোবাইল পাওয়া যায়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সেটি ছিনতাই করা মোবাইল বলে জানতে পারি। পরে মোবাইলের মালিককে শনাক্ত করে ডেকে আনলে তার কাছ থেকে ছিনতাই করেছে বলে নিশ্চিত হই। মোবাইলের মালিককে মোবাইল বুঝিয়ে দেওয়া হয়েছে।

শেয়ার করুন