
চট্টগ্রাম : জেলার পটিয়া উপজেলার কোলাগাঁও এলাকায় বাপের বাড়ি থেকে স্বামীসহ শ্বশুরবাড়িতে যাওয়ার পথে বখাটেদের হাতে এক নববধূ গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত মো. আবু তাহের প্রকাশ মন্টু (৩০) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।আটকের পর তাকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে র্যাব।
আরো পড়ুন : পা ধরে মিনতি : করোনাকালেও করুণা পেল না ব্যবসায়ী সেলিম
আরো পড়ুন : চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের উপর হামলাকারীদের ছাড় নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
আটক মো. আবু তাহের প্রকাশ মন্টু পটিয়া কোলাগাঁও ইউনিয়নের বড়ুয়াপাড়ার বাসিন্দা। ধর্ষণের ঘটনার পর মো. আবু তাহের প্রকাশ মন্টু আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ (বৃহস্পতিবার) নগরের ইপিজেড সল্টগোলা এলাকা থেকে তাকে আটক করে র্যাব সদস্যরা।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন জানান, পটিয়া উপজেলার কোলাগাঁও এলাকায় বাপের বাড়ি থেকে স্বামীসহ শ্বশুরবাড়িতে যাওয়ার পথে বখাটেদের হাতে এক নববধূ গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত মো. আবু তাহের প্রকাশ মন্টুকে আটক করা হয়েছে। তাকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে একই ঘটনায় আরও তিন আসামিকে গ্রেফতার করে র্যাব। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।