মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধ নিহত

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

চট্টগ্রাম : মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভা এলাকায় গাড়ির ধাক্কায় এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আনুমানিক ৫০ বছর বয়সী নিহত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন : আবারও পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত
আরো পড়ুন : বোয়ালখালির সাবেক ওসি হিমাংশুসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

তিনি বলেন, মিরসরাই উপজেলার বারইয়ারহাট এলাকার গাড়ির ধাক্কায় গুরুতর আহত অজ্ঞাত এক ব্যক্তিকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির পরিচয় জানা না গেলেও স্থানীয়রা জানিয়েছেন, ওই ব্যক্তি রাস্তার পাশে ভিক্ষা করতে দেখেছেন।