[caption id="attachment_61337" align="aligncenter" width="720"]
গণশৌচাগারের পানি বিক্রি বন্ধ করে দিল চসিক প্রশাসক[/caption]
চট্টগ্রাম : নগরীর ষ্টেশন রোড এলাকার নিউমার্কেট মোড়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পরিচালনাধীন পাবলিক শৌচাগার থেকে চুরি করে পানি বিক্রি বন্ধ করে দিলেন চসিক প্রশাসক।
সোমবার (১৪ সেপ্টেম্বর) চসিক প্রশাসক ষ্টেশন রোড, নিউমার্কেট মোড়ে উন্নয়ন কাজসহ চসিকের গণশৌচাগার পরিদর্শনকালে সরেজমিনে এ ঘটনা প্রত্যক্ষ করেন।
আরো পড়ুন : তুরস্ক থেকে আসছে পেঁয়াজ
আরো পড়ুন : সৈকতের ক্ষুদ্র উদ্যোক্তারাও পর্যটক-পরিবেশের নিরাপত্তা প্রহরী
এসময় গণশৌচাগার থেকে অবৈধভাবে পানি বিক্রি হচ্ছে দেখে পাইপ জব্দ করার নির্দেশ দেন। একই সময়ে এভাবে পানি বিক্রি বন্ধের নির্দেশ দেন।
এ প্রসঙ্গে চসিক প্রশাসক সুজন বলেন, আমার কাছে তথ্য রয়েছে কিছু অসৎ ব্যক্তি নিজেদের স্বার্থ চরিতার্থ করতে চসিকের পানি বিক্রির রমরমা ব্যবসা করছে। যা কোনভাবেই মেনে নেয়া যায় না। তাই আজ থেকে এই পানি বিক্রি বন্ধ। এজন্য আমার পক্ষ থেকে মনিটরিং করা হবে। একই সাথে গণশৌচাগারের ইজারা বাতিল করা হবে। যদি এমন কাজে জড়িত কাউকে পাওয়া যায় তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত