
চট্টগ্রাম : সীতাকুণ্ড মডেল থানার বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হয়েছে। সীতাকুণ্ড মডেল থানা অনুষ্ঠানের আয়োজন করে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর। সভাপতিত্ব করেন সীতাকুণ্ড মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন বনিক।
আরো পড়ুন : সংকট থাকবে না, অতিশীঘ্রই সমুদ্রপথে আসছে পেঁয়াজ
আরো পড়ুন : মসজিদের মাইকে ঘোষণা : আন্দোলনের তোপে শফি পুত্র বহিষ্কার
বিশেষ অতিথি ছিলেন বাঁশবাড়ীয়া ইউনিয়নের বিট কর্মকর্তা উপ-পরিদর্শক মো. সাইফুল আলম। সহকারী বিট কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব, কামরুজ্জামান, ইউপি সদস্য সফিউল আলম, যুবলীগ নেতা আমজাদ হোসেন, বাঁশবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইমাম উদ্দীন চৌধুরী আদিল।