চোরাই স্বর্ণালংকার, নগদ টাকাসহ ৩ চোর গ্রেফতার চট্টগ্রামে

চোরাই স্বর্ণালংকার, নগদ টাকাসহ ৩ চোর গ্রেফতার চট্টগ্রামে

চট্টগ্রাম : চোরাই স্বর্ণালংকারসহ ৩ চোরকে গ্রেফতার করেছে কর্ণফুলি থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ চোরাই স্বর্ণালংকার, নগদ টাকাসহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটকরা হলেন-মো. জাবেদ হোসেন প্রঃ কালু (২৪), মো. শাহজাহান(৩৪) ও রতন সেন(৪২)।

আরো পড়ুন : আন্দোলনের তোপে শফি পুত্র বহিষ্কার
আরো পড়ুন : বাঁশবাড়িয়া বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন

বিষয়টি নিশ্চিত করে উপ-পুলিশ কমিশনার (বন্দর) মোঃ.কামরুল ইসলাম বলেন-গত ৫ সেপ্টেম্বর নাসরিন আক্তার বুলু নামের এক ভুক্তভোগী কর্ণফুলি থানায় অভিযোগ করেন, যে ২৮ আগস্ট বিকাল ৩টা থেকে ২ সেপ্টেম্বর দুপুর ২টার মধ্যে অজ্ঞাতনামা চোর তার বাসায় চুরি সংগঠিত করেছে। ওই অভিযোগের সূত্র ধরে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান তালিয়ে তাদের আটক করা হয়। পরে আটকদের দেখানো মতো ১ জোড়া কানের বালা, ১ জোড়া কানের দুল, ১টি নাকফুল, শাড়ি এবং নগদ ৫ হাজার ২শ টাকা উদ্ধার করা হয়। এছাড়াও ১টি রঙিন এলইডি টেলিভিশন ১টি মোবাইল সেট, স্বর্ণের চেইন, ১টি রিং উদ্ধার করা হয়। পরে তাদের প্রত্যেককে আদালতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন