
চট্টগ্রাম : ভয়াবহ মাদকের মরণ নেশায় তরুণ যুব সমাজ আজ অন্ধকারের অতলে ডুবে যাচ্ছে। ভয়াবহ মরণ নেশা মাদকের সহজলভ্যতার কারণে উঠতি যুব তরুণ সমাজসহ সব শ্রেণী পেশার এবং সব বয়সি মানুষ মরণ নেশায় আসক্ত হয়ে দিন দিন বিপদগামী হয়ে উঠেছে। নেশার টাকা জোগাড় করতে তারা নেমে পড়ছে ডাকাতি, চুরি ছিনতাইসহ নানা অপরাধ কর্মে। এ থেকে বাদ যাচ্ছেনা অভিজাত পরিবারের সন্তানও। কতিপয় দুষ্টুচক্র এলাকাজুড়ে মাদক ব্যবসা করে যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। অবিলম্বে বাহির সিগন্যাল তথা চান্দগাঁও থানা এলাকায় মাদক ব্যবসা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটি উদ্যোগে মাদক বিরোধী সমাবেশে বক্তারা এ দাবী জানান।
আরো পড়ুন : পদত্যাগ করলেন আল্লামা শফি, থাকবেন উপদেষ্টা
আরো পড়ুন : মফস্বল সাংবাদিকতাকে মসৃণ করেছিলেন সাংবাদিক আজাদ
সাংবাদিক সম জিয়াউর রহমানের সভাপতিত্বে বাহির সিগন্যাল বড়ুয়া পাড়ার সমাজ সর্দ্দার আশীষ বড়ুয়া, অমিত বড়ুয়া, অলক বড়ুয়া, হৃদয় বড়ুয়া পলাশ, আবুল হাশেম, আব্দুল কাদের, নীপা দাশসহ প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।