মফস্বল সাংবাদিকতাকে মসৃণ করেছিলেন সাংবাদিক আজাদ

সাংবাদিক আবু ছৈয়দ আজাদের স্মরণ সভায় বক্তব্য রাখছেন সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ সম্পাদক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।

চট্টগ্রাম : আবু ছৈয়দ আজাদ ছিলেন আপাদমস্তক সাংবাদিক। সম্পূর্ণ নির্লোভ, নির্মোহ ও পেশার প্রতি দায়িত্ববোধ থেকে তিনি লেখনীর মাধ্যমে আজীবন মানুষের সেবা ও কল্যাণে নিজেকে ব্যাপৃত রেখেছেন। তাঁর সময়ে মফস্বল সাংবাদিকতা ছিল আরো বেশি কণ্টকাকীর্ণ। তিনি সেই কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে মফস্বল সাংবাদিকতাকে কিছুটা হলেও মসৃণ করতে ভূমিকা রেখেছিলেন। সন্দ্বীপের জনপদকে আলোকিত সমৃদ্ধ জনপদে উন্নীত করতে তাঁর অনন্য অবদান রয়েছে।

আরো পড়ুন : পদত্যাগ করলেন আল্লামা শফি, থাকবেন উপদেষ্টা
আরো পড়ুন : অবশেষে ব্যাংক বন্দরে চাকরিদাতা আটক গোয়েন্দা জালে

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর সন্দ্বীপ টাউন কার্যালয়ে শিক্ষার গুণগত মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ-এর উদ্যোগে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা আবু ছৈয়দ আজাদের স্মরণসভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

দৈনিক আজাদীর সাবেক সন্দ্বীপ প্রতিনিধি ও সন্দ্বীপ প্রেসক্লাবের সাবেক সভাপতি ছিলেন আবু ছৈয়দ আজাদ।

স্মরণসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন-দৈনিক আজাদীর সাবেক সন্দ্বীপ প্রতিনিধি ও সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ সম্পাদক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।

সন্দ্বীপ অনলাইন প্রেসক্লাবের আয়োজনে সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াছ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় আলোচনায় অংশ নেন-আজিমপুর হাই স্কুলের প্রধান শিক্ষক বিষ্ণু পদ রায়, মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কবি কাজী শামসুল আহসান খোকন, দৈনিক পূর্বতারার সন্দ্বীপ প্রতিনিধি ডা. মোজাম্মেল হোসেন, দ্বীপকথা সম্পাদক গোফরান উদ্দিন রানা, সন্দ্বীপ অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক প্রভাষক মহিউদ্দিন খান, অনলাইন সন্দ্বীপ টিভির খোদা বক্স সাইফুল, সন্দ্বীপ অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি মাকছুদ আলম, সোনালী লাইফ ইন্স্যুরেন্স সন্দ্বীপ টাউন শাখার ইনচার্জ মো. মোবারক হোসাইন, সন্দ্বীপ অনলাইন প্রেসক্লাবের কমিউনিকেশন বিষয়ক সম্পাদক আরফিন তৈয়ব, সন্দ্বীপ আনন্দ পাঠশালার শিক্ষক শাহিদুজ্জামান ও মো. শিপন প্রমুখ।

দোয়া মাহফিল পরিচালনা করেন সন্দ্বীপ আনন্দ পাঠশালার ধর্মীয় শিক্ষক মো. আল আমিন।

উল্লেখ্য, ২০০৬ সালের ১৭ সেপ্টেম্বর সাংবাদিক আবু সৈয়দ আজাদ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি একাধারে তিন দশকেরও বেশী সময় দৈনিক আজাদীর সন্দ্বীপ প্রতিনিধি ছিলেন। এছাড়া তিনি দৈনিক জনতা ও দৈনিক বাংলার সন্দ্বীপ প্রতিনিধি ছিলেন।

শেয়ার করুন