জমি বিরোধ : রাঙ্গুনিয়ায় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে হামলা, নিহত ১

নিহত ইউনুস মিয়া

চট্টগ্রাম : জায়গা-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রাঙ্গুনিয়া উপজেলার হোসানাবাদ ইউনিয়নের চেয়ারম্যানের নেতৃত্বে অতর্কিত হামলায় ইউনুস মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় হোসানাবাদ ইউনিয়নের খিলমোগল গ্রামের খামারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আরো পড়ুন : বান্দরবান সরকারি কলেজে ছাত্রীনিবাস নির্মাণ কাজ উদ্বোধন
আরো পড়ুন : পিতৃ হত্যায় জড়িত মায়ের বিচার চাইলো অবুঝ দুই শিশু

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ‘সকালের দিকে ইউনুস মিয়ার জায়গা দখলের জন্য প্রতিবেশী কয়েকজন লোক ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় তারা গাছ কাটতে গেলে ইউনুস মিয়া তাতে বাধা দেন। একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ইউনুস মিয়া, তার ছেলে এবং অপর একজনকে বেধড়ক মারধর করে ঘটনাস্থল থেকে চলে যায়।’

আরো বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ‘ঘটনার দ্বিতীয় দফায় হোসানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান সেকেন্দারসহ তারা আবার ঐ জায়গায় পুনরায় আসেন। চেয়ারম্যানের হাতে অস্ত্র দেখা যায়। দ্বিতীয় দফা হামলার এক পর্যায়ে ইউনুস মিয়া মাটিতে পরে যান। অন্যরাও কমবেশি আহত হয়।

বিষয়টি নিশ্চিত করেন রাঙ্গুনিয়া থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘জায়গা-জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে নিহত ইউনুস মিয়ার সাথে তার প্রতিবেশীদের সকালে বাক-বিতন্ডা হয়। সেই সময় তার উপর অতর্কিত হামলা চালানো হয়। পরবর্তীতে হোসানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান সেকেন্দারের নেতৃত্বে ইউনুস মিয়া, তার ছেলে ও ভাতিজাকে বেধড়ক মারধর করা হয়। মারধরের ঘটনায় ইউনুস মিয়া ঘটনাস্থলেই মারা যান বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।’

তিনি বলেন, ‘হামলায় আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন এবং সুস্থ আছেন। বর্তমানে নিহত ইউনুস মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। তবে এখন পর্যন্ত মামলা করতে কেউ থানায় আসেননি।’

শেয়ার করুন