পিতৃ হত্যায় জড়িত মায়ের বিচার চাইলো অবুঝ দুই শিশু

পিতৃ হত্যার বিচার দাবীতে মানববন্ধনে এলাকাবাসির পাশাপাশি দুই ভাই বোন।

চট্টগ্রাম : বাবার হত্যায় জড়িত মায়ের বিচার দাবিতে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়েছে পিতৃহারা অবুঝ দুই শিশু সন্তান। হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়ায় হেদায়েত আলী পাড়ার মৃত রাজা মিয়া সওদাগরের পুত্র মো. সেলিম উদ্দিন সেলিম হত্যায় জড়িত স্ত্রী কুনছুমা সিদ্দিকা প্রিয়ার বিচার চাইতে এলাকাবাসীর পাশাপাশি ফাহিমা নুর আলিফ (১২) ও ফাহিম উল্যাহ হসিব(১০) নামের আপন দুই ভাই বোন মানববন্ধনে অংশ নেয়।

আরো পড়ুন : পদত্যাগ করলেন আল্লামা শফি, থাকবেন উপদেষ্টা
আরো পড়ুন : বান্দরবান সরকারি কলেজে ছাত্রীনিবাস নির্মাণ কাজ উদ্বোধন

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুম্মার নামাজের আগে এলাকাবাসীর আয়োজনে নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদ নাগরিক কমিটিসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের ব্যানারে নাঙ্গলমোড়া ইব্রাহীম মার্কেট চত্তরে মানববন্ধন পালিত হয়।

এ সময় বক্তারা বলেন, দাম্পত্য কলহে যদি এভাবে নিরীহ সহজ সরল সেলিমদের মত লোকদের চিরতরে হারিয়ে যেতে হয় আর যদি সেই স্ত্রী নামীয় হত্যাকারীদের সর্বোচ্চ বিচার ফাঁসি না হয় তাহলে দেশে এ ধরনের অপরাধের প্রবণতা বৃদ্ধি পাবে। সেই নারীর কারণে দুটি শিশু সন্তানের জীবন আজ তছনছ।

একদিকে মায়ের কারনে বাবাকে হারিয়েছে আর পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল মায়ের বিচারের দাবিতে রাস্তায় দাঁড়িয়েছে দুই অবুঝ শিশু। বিবেকের কাছে, সমাজের কাছে তারা কি পাবে। কিভাবে গঠিত হবে সুন্দর তাদের জীবন।

বক্তারা আরো বলেন, সেলিম হত্যায় জড়িত কুনছুমার এমন বিচার হওয়া উচিৎ যাতে কোন নারী এমন ঘৃণ্য অপকর্ম করতে সাহস না করে। তাই সুষ্ঠু তদন্তপূর্বক হত্যায় জড়িতদের সর্বোচ্চ বিচারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসি।

স্থানীয় গণমাধ্যমকর্মী মোঃ জসিম উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, গুমানমর্দন ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, নিহতের ভাই সাহাবুদ্দিন, মাহমুদুল হক, মো. শফিউল আলম বাবু, হাফেজ মো. ছালামত উল্যাহ, মো. রফিকুল আলম, মোঃ আলী আব্বাস, সালাউদ্দিন আলী, মো. আলতাফ হোসেন, মো. হোসেন, শফিউল আলম বাবুল, মোঃ. শেখ শাহ।

এ সময় নাঙ্গলমোড়া আইডিয়্যাল গ্রামার স্কুল, বায়তুন নুর হেফজ ও এতিমখানা, হেদায়েত আলী মসজিদ প্রকাশ বায়তুন নুর জামে মসজিদ ওয়াকফ এষ্টেটের মুসল্লি পরিষদ, নাঙ্গলমোড়া হিন্দু ঐক্য পরিষদ, বাংলাদেশ ছাত্রলীগ নাঙ্গলমোড়া ইউনিয়ন শাখা, শেখ রাসেল স্মৃতি সংসদ নাঙ্গলমোড়া ইউনিয়ন শাখা, আমিন মাঝির বাড়ি, গাউছিয়া কমিটি বাংলাদেশ নাঙ্গলমোড়া ইউনিয়ন শাখা, আব্দুল মোনাফ চৌধুরী বাড়ি হেদায়েত আলী পাড়া, জাফর হামজার বাড়ি, নজির আহম্মদ সওদাগরের বাড়ি, চৌধুরী বাড়ি, নাঙ্গলমোড়া গুমানমর্দন ছিপাতলী ইউনিয়নের সচেতন জনগণ, আল্লামা ছৈয়দ মঈজুদ্দিন আলফারুকী (রহঃ) ফাউন্ডেশন, হাটহাজারী ফাউন্ডেশন, নিষ্ঠা ফাউন্ডেশন, বাংলাদেশ হিউম্যান রাইটস চট্টগ্রাম জেলা শাখা, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন শাখা হাটহাজারী উপজেলা শাখার নেতৃবৃন্দসহ এলাকার অনেকে মানববন্ধনে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার (১২সেপ্টেম্বর) দিবাগত রাতে নাঙ্গলমোড়া ইউনিয়নের হেদায়েত আলি পাড়ার মৃত রাজা মিয়া সওদাগরের পুত্র মো. সেলিমকে স্ত্রী কুনছুমা সিদ্দিকা প্রিয়া লাঠির আঘাতে মারার অভিযোগ উঠে। পরে পুলিশ অভিযুক্তকে আটক করে। নিহতের বড় ভাই সাহাবুদ্দিন হাটহাজারী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।