মায়ের সাথে অভিমান করে রাবার শ্রমিকের আত্মহত্যা

বান্দরবান : জেলার নাইক্ষ্যংছড়িতে সাকিবুল ইসলাম (১৭) নামের এক রাবার শ্রমিক গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্য করেছে বলে খবর পাওয়া গেছে। নিহতের পিতা মো. সেলিম জমাদ্দার।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ন ওয়ার্ড পূর্ণবাসন পাড়া এলাকার নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন : তিনি ৯ জীবিত স্ত্রীর স্বামী
আরো পড়ুন : তিন সদস্যের প্যানেলে চলবে হাটহাজারী মাদ্রাসা, বাবুনগরী শিক্ষা সচিব

স্থানীয়রা জানিয়েছেন, সকালে মায়ের সাথে টাকা নিয়ে বাকবতিন্ডার পরে অভিমান করে আত্মহত্যা করেছে সাকিব।

পাশ্ববর্তী একটি বিয়ে বাড়ীতে লোকজনের সম্মুখে সাকিবকে টাকার বিষয়ে বকাঝকা করেন মা মমতাজ বেগম।

সাকিবুল ইসলামের মা মমতাজ বেগম জানান, বাড়ীর বিমের (তীর) সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখে আমার ছেলের ওড়না কাটিয়া ফেলি। পরে তার অবস্থা বেগতিক দেখে বাইশারী বাজারস্থ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বাইশারী ইউপি চেয়ারম্যান মো. আলম বলেন- আত্মহত্যার বিষয়টি শুনেছি। তবে কি কারণে আত্মহত্যা করেছে, এ বিষয়ে অজানা রয়ে গেছে।

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. এনামুল হক ভূইয়া বলেন- ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট হাতে আসার পর বিস্তারিত বলা যাবে।