[caption id="attachment_61685" align="aligncenter" width="720"]
বিদেশি অস্ত্রসহ আটক মো. রানা[/caption]
চট্টগ্রাম : গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সদরঘাটে বিদেশি অস্ত্রসহ মো. রানা (২৪) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। রোববার (২০ সেপ্টেম্বর) কালীবাড়ি মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রানা সন্দ্বীপের বাগেরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. আবু তাহেরের ছেলে।
আরো পড়ুন : আইন-শৃংখলা বাহিনীকে চাঁদা না দিয়ে যানবাহন চালানো অসম্ভব
আরো পড়ুন : ক্রেতা নেই পেঁয়াজের বাজারে, দামও কম
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান। তিনি বলেন, গ্রেপ্তার রানা দীর্ঘদিন ধরে নগরের বিভিন্ন এলাকায় অস্ত্র ব্যবসাসহ নানা ধরনের সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদরঘাট থানার কালীবাড়ি মোড় থেকে একটি বিদেশি ম্যাগজিনসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে সদরঘাট থানায় হস্তান্তর করা হয়।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত