
চট্টগ্রাম : নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকার এসএস টাওয়ারের একটি দোকানে ‘চুরির’ অভিযোগে রাসেল (১৮) নামে এক কর্মচারীকে পিটিয়ে মারার অভিযোগ পাওয়া গেছে। নিহত যুবক ওই দোকানের কর্মচারী ছিলেন। নিহত রাসেল নেত্রকোনা জেলার আফাজ উদ্দিনের ছেলে।
এ ঘটনায় দোকান মালিক আরমান ও আরেক কর্মচারী ইউনুসকে আটক করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রিয়াজউদ্দিন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা জানান, দোকানে চুরি করেছে সন্দেহে সকাল থেকে রাসেলকে মারধর করেছে দোকান মালিক। পরে দুপুর আড়াইটার দিকে রাসেল মারা যায়। এ ঘটনায় দোকান মালিক আরমান ও আরেক কর্মচারী ইউনুসকে আটক করা হয়েছে।