সমাজের কাজে অগ্রণী ভূমিকা রাখতে পারে সামাজিক সংগঠন

ফতেপুরস্থ ইসলামিয়া হাটে হযরত জিন্নত আলী শাহ (রহঃ) স্মৃতি সংসদের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সাংসদ ব্যারিস্টার আনিস।

চট্টগ্রাম : হাটহাজারী উপজেলার ফতেপুরস্থ ইসলামিয়া হাটে হযরত জিন্নত আলী শাহ (রহঃ) স্মৃতি সংসদের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৩টায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আইয়ুব। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম রিয়াদ।

অনুষ্ঠানের প্রধান অতিথি হাটহাজারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন-একটা সামাজিক সংগঠন সমাজের যে কোন কাজে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। জিন্নত আলী শাহ (রহঃ) স্মৃতি সংসদ তারই জলন্ত প্রমান। এ সংগঠনের সার্বিক সফলতা কামনা করে সংগঠনটির যে কোন সামাজিক উন্নয়ন কাজে সহযোগিতার আশ্বাস দেন ব্যারিস্টার আনিস।

আরো পড়ুন : মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়িয়ে ২০ হাজার টাকা করার সুপারিশ
আরো পড়ুন : দক্ষ জনশক্তি বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক আলহাজ্ব মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জু।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ্ব ইউনুছ গণি চৌধুরী, সাবেক প্রচার সম্পাদক মো. জসিম উদ্দিন শাহ, জাতীয় শ্রমিকলীগ চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক ও ফতেপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ শামিম।

এ ছাড়াও মেখল ইউপি চেয়ারম্যান মো. সালাউদ্দিন চৌধুরী, যুবলীগ নেতা মো. হানিফ, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. হাসান উপস্থিত ছিলেন।

সংগঠনের উপদেষ্টা এডভোকেট রফিক মিয়া, সাখাওয়াত হোসেন, দেলোয়ার হোসেন, শাহ আলম(১), শাহ আলম(২), আব্দুচ সবুর, আব্দুচ সালাম, মীর মো. সেলিম, মনিরুল ইসলাম সুজন, সংগঠনের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দসহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনার পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে দোয়া মাহফিল, ৪জন কৃতি শিক্ষার্থী, ১জন আজীবন সদস্য ও ৪জন গুণীকে সম্মাননা দেয়া হয়।