হাটহাজারী মাদ্রাসায় পরীক্ষার হল পরির্দশনে সাংসদ আনিস

হাটহাজারী মাদ্রাসায় পরীক্ষার হল পরির্দশনে সাংসদ ব্যারিস্টার আনিস

চট্টগ্রাম : হাটহাজারী দারুল উলুম মুঈনিয়া প্রকাশ হাটহাজারী মাদরাসায় চলমান হাইআতুল উলয়া লিল জামি‘আতিল ইসলামিয়াহ (কওমী মাদ্রাসা শিক্ষা র্বোড) এর অধীনে তাকমীল চলমান পরীক্ষার (মাস্টার্স) হল পরির্দশন করেছেন হাটহাজারী আসনের জাতীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে তিনি হল পরিদর্শন করেন।

আরো পড়ুন : বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন বান্দরবানে
আরো পড়ুন : ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

এ সময় হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন ব্যারিস্টার আনিস।

একই সাথে মাদরাসার শান্তিপূর্ণ পরিবেশ, স্বাস্থ্য সচেতনতা বজায় রেখে ছাত্রদের পরীক্ষা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

এ সময় মাদ্রাসার সদ্য নিয়োগপ্রাপ্ত পরিচালক, পরিচালনাকারী সদস্য মুফতী আব্দুস সালাম চাটগামী, মাওলানা ইয়াহিয়া, মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতী জসিম উদ্দিন, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, হাইয়াতুল উলইয়্যাহ পরীক্ষকগণসহ হাটহাজারী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নাসির উদ্দীন মুনিরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।