
চট্টগ্রাম : দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে বালি উত্তোলনে ব্যবহৃত ৪টি ইঞ্জিন চালিত নৌকা ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এসময় নৌকা মালিক কিংবা মাঝি-মাল্লা কাউকেই পাওয়া যায় নি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন।
আরো পড়ুন : অভিনেতা ফারুক টিবি রোগে আক্রান্ত
আরো পড়ুন : শিক্ষকদের দাবি : স্বাভাবিক মৃত্যুই হয়েছে আল্লামা শফীর
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমিন বলেন, হালদার মা মাছ ও ডলফিন রক্ষা এবং অবাধ ও নিরাপদ বিচরণের জন্য বেলা ১২ টা থেকে ২ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়েছে। হালদা নদীর উপজেলার সাত্তার ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৪টি ইঞ্জিন চালিত নৌকা ব্যবহার করে নদী থেকে বালু উত্তোলনের সময় জব্দ করা হয়।
তাৎক্ষণিক ভাবে নৌকা গুলো ব্যবহার অনুপযোগী করে ধ্বংস করে দেওয়া হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন।