বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাটহাজারীতে

হাটহাজারীতে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন।

চট্টগ্রাম (হাটহাজারী) : মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনলাইন ভিত্তিক বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান নুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় উপজেলা প্রশাসন এ বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করে।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি বলেন, করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীরা ঘরে বসে অলস সময় না কাটানোর জন্য এ আয়োজন। অবসর সময় বসে বিজ্ঞান চর্চায় শিক্ষার্থীরা সময় কাটাবে। প্রযুক্তির সহায়তায় এ করোনাকালে শিক্ষার্থীরা প্রযুক্তি ব্যবহার করে অনলাইনে তারা প্রতিযোগিতায় অংশগ্রহন করায় তাদের ধন্যবাদ জানান তিনি।

প্রতিযোগিতায় উপজেলার ১৫টি বিদ্যালয় অংশগ্রহণ করে প্রথম হয়েছে ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় হয়েছে, হাটহাজারী পার্বতি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়। তৃতীয় হয়েছে হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এসময় কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন, শিক্ষক সমিতির সভাপতি মো. ফিরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।

টেকনিক্যাল সাপোর্ট দেন এ টু আই’র এম্বোসিলর রাসেল উদ্দিন ।