ডাক্তার না হয়েই প্রতারণা, ফার্মেসি সিলগালা

কাটিরহাটে শাহ আমানত ফার্মেসিতে অভিযান

চট্টগ্রাম (হাটহাজারী) : শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও ডাঃ পদবী ব্যবহার করে সেবাগ্রহীতার সাথে প্রতারণার অভিযোগে এক ফার্মেসিকে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাটিরহাট এলাকায় শাহ আমানত ফার্মেসিতে অভিযান চালিয়ে এ পদক্ষেপ নেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শরীফ উল্যাহ।

একইসাথে ফার্মেসির মালিক গিয়াস উদ্দিনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড, ফার্মেসির সাইনবোর্ড ধ্বংস করার পাশাপাশি প্যাড, সার্টিফিকেট ও ড্রাগ লাইসেন্স জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।

সত্যতা স্বীকার করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি শরীফ উল্যাহ জানান, দীর্ঘদিন ধরে গিয়াস উদ্দিন নিজেকে ডাঃ দাবি করে সেবাগ্রহীতাদের সাথে প্রতারণা করে আসছেন। তার অপরাধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী এই শাস্তি প্রদান করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।