হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতের তাৎক্ষনিক ট্রেড লাইসেন্স

হাটহাজারীতে তাৎক্ষনিক ট্রেড লাইসেন্স প্রদান

চট্টগ্রাম : হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় “service at door step” কার্যক্রম গ্রহণ করা করেছে।

এই উদ্যোগের উদ্দেশ্যে হচ্ছে জনগনের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়া এবং ইউনিয়ন পরিষদের রাজস্ব বৃদ্ধি।

সোমবার (১২ অক্টোবর) কামদর আলী হাট চৌধুরী বাজারে এই কার্যক্রম শুরু করে ভ্রাম্যমাণ আদালত।

যেসকল ব্যবসায়ী ট্রেড লাইসেন্স নেন নি কিংবা ট্রেড লাইসেন্স নিয়েছেন কিন্তু নবায়ন করছেন না ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক ট্রেড লাইসেন্স গ্রহণ অথবা তাৎক্ষণিক নবায়নে উৎসাহিত করছে। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

জানতে চাইলে তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতে দোকানের সামনেই তাৎক্ষণিক লাইসেন্স প্রদান এবং নবায়ন করা হয়েছে। সেবাপ্রার্থীকে যাতায়াত অর্থ এবং সময় খরচ করে পরিষদে যাওয়ার দরকার হচ্ছেনা। আজ প্রথম দিনে ৫০ জন ব্যবসায়ী নিজ দোকানে বসেই এই সেবা গ্রহণ করেছেন।

তিনি আরো বলেন, ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে কাউকে জরিমানা করা হয় নি। সবাই আইন মেনে লাইসেন্স গ্রহণ করেছে এবং ইউনিয়নের রাজস্ব আয়ও হয়েছে।