বান্দরবানে সাবেক ইউপি মেম্বারকে গুলি করে হত্যা

নিহত সাবেক ইউপি মেম্বার সাউপ্রু মার্মা

বান্দরবান : পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সংস্কার গ্রুপের সমর্থক ও সাবেক ইউপি মেম্বার সাউপ্রু মার্মাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। ঘটনার পর থেকেই এলাকাজুড়ে আতংক বিরাজ করছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার নতুন পাড়া বৌদ্ধ বিহার এলাকায় একটি সন্ত্রাসী দল এসে রোয়াংছড়ি সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার সাউপ্রু মার্মা (৫০)কে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।

আরো পড়ুন : পাশবিকতা রুখতেই শাস্তি বৃদ্ধি : প্রধানমন্ত্রী
আরো পড়ুন : থানচি থানা ভবন উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিষয়টি নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.তৌহিদ কবির জানান, ঘটনার সংবাদ পাওয়া মাত্রই রোয়াংছড়ি থানা থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছে। তবে কারা কিভাবে এই হত্যাকান্ড ঘটিয়েছে তা জানা যায়নি। ঘটনার কারন ও ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।