ফেনীর সীমান্তে দুই ভাইয়ের লাশ

ফেনীর সীমান্তে দুই ভাইয়ের লাশ

ফেনী : পরশুরাম সীমান্তের শূন্য রেখা থেকে দুই সহোদরের লাশ উদ্ধার করেছে বিজিবি, বজ্রপাতে যাদের মৃত্যু হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক শেষে এই দুই বাংলাদেশির লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

আরো পড়ুন : বায়েজিদে ২ শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ

এরা হলেন পরশুরাম পৌরসভার ভারতীয় সীমান্ত সংলগ্ন উত্তর গুথুমা গ্রামের খারিজকোনার কালাধন সরকারের ছেলে দিনমজুর নুরুল করিম (২৮) ও দিনমজুর মো. স্বপন (২৪)।

বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুজ্জামান বলেন, পরশুরামের গুথমা বিওপির আওতাধীন সীমান্ত পিলার ২১৬৭/১১ এস সংলগ্ন শুন্য রেখা বরাবর হিল্লা টিলায় দুই সহোদর খালে জাল দিয়ে মাছ ধরছিলেন। তাদের শরীরে বজ্রপাতে পুড়ে যাওয়ার চিহ্ন রয়েছে।

নিহত সহোদরদের বাবা কালাধন সরকার জানান, ফজরের নামাজের কিছু আগে তারা মাছ ধরতে বেরিয়েছিলেন। পরে আর ফিরে আসেননি।

ছাগলনাইয়া-পরশুরাম সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশান চাকমা জানান, বিষয়টি জানাজানি হলে স্থানীয় সীমান্ত চৌকির বিজিবি পতাকা বৈঠকের প্রস্তাব করে। দুই পক্ষের পতাকা বৈঠকের পর বিএসএফ লাশ দুটি বিজিবির কাছে হস্তান্তর করে। বিজিবি পরে মরদেহগুলো পুলিশকে হস্তান্তর করে।

লাশগুলো ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন