দখলমুক্ত হলো সরকারি শিশু পরিবারের ভূমি

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন।

চট্টগ্রাম : হাটহাজারীতে সরকারি শিশু পরিবারের মালিকানাধীন অন্তত ৩০ লাখ টাকা মূল্যের ভূমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করে দখলমুক্ত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন।

সোমবার (১৯ অক্টোবর) এক অভিযানে এ সরকারি শিশু পরিবারের ভূমি দখলমুক্ত করা হয়।

আরো পড়ুন : গণধর্ষণের অভিযোগে ২জন গ্রেফতার বান্দরবানে
আরো পড়ুন : ইউপি সদস্যের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে হত্যার চেষ্টা পটিয়ায়

জানা গেছে, দীর্ঘদিন ধরে ফরহাদাবাদে অবস্থিত শিশু পরিবারের মালিকানাধীন প্রায় ২৫০০ বর্গফুট জায়গা অবৈধভাবে দখল করে সেখানে ৫টি পাকা দোকান ঘর নির্মাণ করা হয়। যার মধ্যে ২টি বড় গোডাউনের কার্যক্রম চলছে। দখলকারীদের বার বার জমিগুলো দখলমুক্ত করার জন্য জানানো হলেও তারা কর্ণপাত করেনি। উল্টো জায়গাগুলো তাদের দাবী করে আসছিল। অবশেষে সম্প্রতি নির্বাহী অফিসার জায়গাগুলো পরিদর্শন করে দখলমুক্ত করার জন্য নোটিশ দেয়।

সোমবার নির্ধারিত দিনেই হাটহাজারী পুলিশের সহযোগিতায় জায়গাগুলো অবৈধ দখলমুক্ত করা হয়। এসময় অভিযানে পাকা স্থাপনাগুলো গুঁড়িয়ে দেয়া হয়।

এসময় শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক আলমগীর, স্থানীয় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলি আকবর, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।