ঢাকা মাগুরায় ভোট ডাকাতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

ঢাকা ও মাগুরা উপ-নির্বাচনে ভোট ডাকাতির প্রতিবাদে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ।

চট্টগ্রাম : ঢাকাসহ সারাদেশে বিভিন্ন উপ-নির্বাচনে ভোট কারচুপির এ প্রহসনের নির্বাচন বাতিলের দাবীতে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে নগরীর নাসিমন ভবন চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে উত্তর জেলা বিএনপি।

আরো পড়ুন : দলের প্রার্থীর বিজয়ে সর্বশক্তি দিয়ে কাজ করতে হবে : নাছির
আরো পড়ুন : চট্টগ্রামে পর্যটক সেবায় সার্ভিস প্রোভাইডাদের ই-কমার্স ট্রেনিং

জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব ইসহাক কাদের চৌধুরীর সভাপতিত্বে ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট মো. আবু তাহেরের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি ঢাকা ও মাগুরায় অনুষ্ঠিত প্রহসনের নির্বাচনে মূলত ভোট ডাকাতি হয়েছে। প্রকৃত পক্ষে নির্বাচন হয়নি। এমন নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচনের দাবী জানানো হয় বিক্ষোভ সমাবেশে।

বক্তারা অবিলম্বে এ স্বৈর শাসকের পতনের লক্ষ্যে এক দফা দাবিতে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের ডাক দেওয়ার জন্য কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

সমাবেশে বক্তারা কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহা সচিব ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক আসলাম চৌধুরীর অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এম এ হালিম, আলহাজ্ব ছালাউদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক নুরুল আমীন, আলহাজ্ব নুর মোহাম্মদ, আলহাজ্ব সেকান্দার চৌধুরী, অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরী, মো. কামাল পাশা, কাজী মো. সালাউদ্দিন, জহুর আহমেদ জহুর, ইউসুফ নিজামী, রিপন তালুকদার, জাকের হোসেন, প্রফেসর আতিকুল ইসলাম লতিফী, মো. মোরছালিন, সরওয়ার উদ্দিন সেলিম, মুসলেম উদ্দিন, এস.এম ফারুক, মো. আইয়ূব, মনির তালুকদার প্রমুখ।

শেয়ার করুন