চবি শিক্ষক সমিতির নির্বাচন ২৬ এপ্রিল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে।

রোববার (১৬ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করে প্রধান নির্বাচন কমিশনার ও ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ইনস্টিটিউটের অধ্যাপক ড.মোহাম্মদ মহিউদ্দিন বলেন, সমিতির কার্যালয়ে ২০ ও ২৩ এপ্রিল সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অগ্রিম ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামী লীগ ও বামপন্থী শিক্ষকদের সংগঠন ‘হলুদ দল’ এবং বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’র প্রার্থীরা অংশ নিচ্ছেন। দুই দলের অংশগ্রহণে মূল নির্বাচন ২৬ এপ্রিল (বুধবার) সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, নির্বাচনে হলুদ প্যানেল থেকে সভাপতি পদে পদার্থ বিভাগের অধ্যাপক ড.মিহির কুমার রায়, সাধারণ সম্পাদক পদে ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড.মুহাম্মদ মুয়াজ্জম হোসেন এবং সাদা প্যানেল থেকে সভাপতি পদে রসায়ন বিভাগের অধ্যাপক ড.মো.আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক পদে মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ ইনস্টিটিউটের অধ্যাপক ড.মো. শফিকুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেয়ার করুন