মেয়াদোত্তীর্ণ উপকরণ ক্ষতিকর রং বেকারী পণ্যে, জরিমানা আদায়

হাটহাজারীর সরকার হাটে অভি বেকারিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
হাটহাজারীর সরকার হাটে অভি বেকারিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম (হাটহাজারী) : নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদোত্তীর্ণ উপকরণ ও খাদ্যপণ্যে মানবদেহের জন্য ক্ষতিকর রং ব্যবহারের অপরাধে একটি বেকারি মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার সরকারহাট বাজারে অভি বেকারিতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।

এ সময় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য ৭ দিনের জন্য বন্ধ রাখারও নির্দেশনা দেয়া হয় বেকারি মালিক নুরুল আফসারকে।

আরো পড়ুন : নাইক্ষ্যংছড়িতে আবারও ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার বিজিবির
আরো পড়ুন : হাটহাজারীতে ট্রাকসহ ৫ লাখ টাকার চিড়াই কাঠ জব্দ

অভিযানের সত্যতা স্বীকার করে রুহুল আমিন বলেন, আজকে অভিযানকালে দেখা যায় বেকারির দোকানগুলোর (সবার না তবে একটা অংশের) মধ্যে দুইটি প্রচলিত ধারনা আছে। এর মধ্যে একটি হলো বেকারি মানেই নোংরা থাকবে, কাজ করতে গেলে নোংরা ত হবেই মোবাইল কোর্ট আসলে পরিষ্কার করা হবে_আপাতত চলুক। অপরটি বেকারি পণ্যের চেহারা সুন্দর করতে রং দিতে হবে। তাদের ধারনা রং দেয়াটা তেমন দোষের কিছুনা, দেখতে ভাল্লাগে এই আর কি। আজকে দেখা গেলো যেসমস্ত রং বা চকলেট পাউডার ব্যবহার করা হয় সেগুলোর অবস্থাও শোচনীয়। ক্ষতিকর খোলা বাজারের রং ব্যবহার করতে করতে পুরানো হতে হতে অনেকটা ময়লায় পরিণত হয়েছে। আর চকলেট পাউডার পুরনো হয়ে কালো হয়ে গেছে, এখন পোকাও ধরেছে।

পরে বেকারির মালিককে এসব অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য ৭ দিন বেকারী বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।