কৈলাসে ফিরে গেছেন মা

চট্টগ্রাম : হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা উৎসব। পাঁচ দিনব্যাপী পূজা অর্চনা আর বিজয়া দশমীর উৎসবমুখর পরিবেশে নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে আনুষ্ঠানিকভাবে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দূর্গা উৎসব।

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন সমুদ্রে রিকশাভ্যান, ট্রাক, পিকআপযোগে নগরের বিভিন্ন স্থান থেকে প্রতিমা সহকারে মিছিল একে একে এসে বিসর্জন দিতে দেখা যায়। সোমবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে সমুদ্র সৈকতে শুরু হয় একে একে প্রতিমা বিসর্জন।

তেল-সিঁদুর পরিয়ে, পান, মিষ্টি মুখে দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাতে পতেঙ্গা সমুদ্র সৈকতে ভিড় করেছেন ভক্ত ও অনুরাগীরা। নানা ধর্মের, নানা শ্রেণি ও পেশার মানুষের অংশগ্রহণে প্রতিমা বিসর্জন অনুষ্ঠান হাজারো মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে।

হিন্দু পঞ্জিকা অনুযায়ী, এ বছর দেবী দুর্গা মর্ত্যে এসেছেন দোলায় চড়ে। কৈলাসে ফিরে গেছে গজে (হাতি) চেপে।

আরো পড়ুন : দ্বিতীয়ধাপে করোনার আঘাত স্পেনে, কারফিউ-জরুরি অবস্থা জারি
আরো পড়ুন : অঞ্জলির মধ্য দিয়ে বান্দরবানে শেষ হলো শারদীয় উৎসব

সকাল ১১টা থেকে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন পূজ থেকে প্রতিমা বিসর্জনের জন্য ট্রাকবাহী প্রতিমা নিয়ে ঢাক-ঢোল বাজিয়ে পূজারী ও ভক্তরা জড়ো হতে শুরু করেন পতেঙ্গা সৈকতে। এরপর শুরু হয় প্রতিমা বিসর্জনের পালা। তবে করোনা ভাইরাসের কারণে এবার শোভাযাত্রা অনুষ্ঠিত হয়নি।

শঙ্খ উলুধ্বনির পাশাপাশি বাদ্যের ঘণ্টা বাজিয়ে ‘জয়, দুর্গা মায়ের জয়’ বলে একের পর এক প্রতিমা ভাসিয়ে দেওয়া হয় সাগরে। বিকেল ৩টা পর্যন্ত প্রায় ৪০টির মতো প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, করোনা ভাইরাসের কারণে বিধি-নিষেধ মেনে শান্তিপূর্ণভাবে সাগরে প্রতিমা বিসর্জন দিয়েছেন হিন্দু ধর্মাবলম্বীরা। নির্বিঘ্নে প্রতিমা বিসর্জনের জন্য সৈকত ও আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন