[caption id="attachment_62238" align="aligncenter" width="720"]
ছবি প্রতীকী[/caption]
চট্টগ্রাম : নগরীর আকবরশাহ থানার বেলতলীঘোনা এলাকায় হীরা বেগম (৩১) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। হীরা বেগমের গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। তিনি একটি পোশাক কারখানায় কাজ করতেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান আকবরশাহ থানার ওসি তদন্ত মো. আমিনুল হক।
আরো পড়ুন : হাটহাজারীতে শিশু পরিবারের আরো অর্ধ কোটি টাকার ভূমি উদ্ধার
আরো পড়ুন : পাকিস্তানের মাদ্রাসায় বিস্ফোরণে নিহত ৭, আহত ৭০
তিনি বলেন, সোমবার দুপুরে হীরা বেগমের সঙ্গে পাশের বাড়ির এক নারীর সঙ্গে বাঁশ নিয়ে ঝগড়া হয়। এটা সমাধান করে ভ্যানচালক হীরার স্বামী নিজের কাজে চলে যান। এরপর চারটার দিকে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহের খবর পেয়ে পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত