ইউপি সদস্যের কাছ থেকে সরকারি জায়গা উদ্ধার

ইউপি সদস্যের কাছ থেকে সরকারি জায়গা উদ্ধার

মোঃ বোরহান উদ্দিন (চট্টগ্রাম) : হাটহাজারীতে এক ইউপি সদস্যের কাছ থেকে অবৈধভাবে দখলীয় স্বাস্থ্য এবং পরিবার পরিকল্যাণ মন্ত্রনালয়ের মালিকানাধীন সরকারি জায়গা উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্প্রতিবার (২৯ অক্টোবর) মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে এ জায়গা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রায় ৪শতক জায়গা যার বাজারমূল্য ২০লক্ষ টাকা।

আরো পড়ুন : পটিয়া বাইপাসে সড়ক দূর্ঘটনা, আহত ১

অভিযান পরিচালনাকারী নির্বাহী অফিসার রুহুল আমিন জানান, মির্জাপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের প্রায় ৪শতক জায়গা দখলের উদ্দেশ্যে বাইরে রেখেই দেয়াল নির্মান করে স্থানীয় এক ইউপি সদস্য। চারদিকে দেয়াল নির্মাণ করে অফিস ঘেরাও করে ফেললেই বাইরের জায়গার উপর সরকারের আর দাবী থাকবেনা এই কৌশল অবলম্বন করে দেয়াল নির্মাণ হয়েছে। আর প্রকল্প নিয়েছে ইউনিয়ন পরিষদ। দেয়াল নির্মাণের আগে নিয়ম হচ্ছে সার্ভেয়ার দিয়ে জায়গা পরিমাপ করা। সেটাও মানা হয়নি এমনকি ঐ দপ্তরের অনুমতিও নেয়া হয়নি।

একজন সচেতক নাগরিকের কাছ থেকে গোপনে মেসেঞ্জারে তথ্য নিয়ে সরেজমিনে পরিমাপ করে উচ্ছেদ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি শরীফ উল্লাহ।