নাইক্ষ্যংছড়িতে সোয়া ৩ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

আটক মোঃ কলিম

বান্দরবান : নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুম থেকে ৪৭১ ভরি ৯ আনা ৪ রতি স্বর্ণালংকারসহ মোঃ কলিম (২১) নামের এক রোহিঙ্গাকে আটক করেছে কক্সবাজার রিজিয়নের ৩৪ বিজিবি।

বিজিবি সদরদপ্তর জানায়, রোববার দিবাগত রাতে মিয়ানমার হতে বিপুল পরিমাণ স্বর্ণের চালান আসতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপি’র একটি টহল দল উপজেলার ঘুমধুম এশিয়ান হাইওয়ে রোডস্থ ব্রীজের পার্শ্বে সন্ধ্যা ৭ টার দিকে অভিযান চালিয়ে ৪৭১ ভরি ০৯ আনা ৪ রতি বার্মিজ স্বর্ণ উদ্ধার করে।

এসময় মোঃ কলিম (২১) নামের এক রোহিঙ্গাকে আটক করা হয়। আটক কলিম বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮, ব্লক-বি/৪৭ এর কবির আহম্মেদের ছেলে।

আসামিকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং তার নিকট হতে উদ্ধারকৃত স্বর্ণালংকার কক্সবাজার ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।