যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ নৌবাহিনীর সম্পর্ক আরো উন্নত করবে

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত- ২০২০’ উদ্বোধন

চট্টগ্রাম : বাংলাদেশ নৌবাহিনী এবং যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মধ্যে যৌথ প্রশিক্ষণ ও মহড়া উদ্বোধনী অনুষ্ঠান বুধবার (৪ নভেম্বর) চট্টগ্রামস্থ বিএন ফ্লিট হেডকোয়ার্টাস এ অনুষ্ঠিত হয়েছে।

ভিডিও কনফারেন্স এর মাধ্যমে অনুষ্ঠিত এ মহড়ার উদ্বোধন করেন কমান্ডার বিএন ফ্লিট রিয়ার এডমিরাল এম মাহবুব-উল ইসলাম।

মহড়ায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর প্রতিনিধি হিসেবে ক্যাপ্টেন এ্যান ম্যাককান, কমডোর, ডেস্ট্রয়ার স্কোয়াড্রন-৭ সিঙ্গাপুর হতে যোগদান করেন।

মহড়ায় অংশগ্রহণকারী বাংলাদেশ নৌবাহিনীর জাহাজের অধিনায়কবৃন্দ ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন : মুক্তিযোদ্ধা পরিবারবর্গের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত
আরো পড়ুন : শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলীসহ ৬জনের বিরুদ্ধে মামলা

এ মহড়ার মূল লক্ষ্য যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে বিদ্যমান সু-সম্পর্ক আরও উন্নত করা। পাশাপাশি দুই দেশের নৌবাহিনীর অপারেশনাল কর্মকান্ড সম্পর্কে সম্যক ধারণা অর্জন, নিজেদের সক্ষমতা বৃদ্ধি এবং উন্নত প্রযুক্তির সাথে পরিচিতি লাভ করা, যা বিভিন্ন তাত্তি¡ক ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে সম্পন্ন করা হবে। মহড়াটি কমান্ডার বিএন ফ্লিট এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে। এ প্রশিক্ষণ ও মহড়ায় যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ, বিশেষায়িত ইউনিট সোয়ার্ড ও নেভাল এভিয়েশন অংশগ্রহণ করছে।

শেয়ার করুন