ঘুমধুম প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বহিস্কার

মিজানুর রহমান

বান্দরবান : হত্যা মামলায় গ্রেফতার এবং হাজতবাসের কারণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমানকে সাময়িক বহিস্কার করেছে সরকারী চাকরী থেকে।

তাঁর বিরুদ্ধে গত ১৯ আগষ্ট বুধবার তুমব্রুর স্থানীয় ফরিদ আলম নামের এক যুবককে হত্যার ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা রুজু হয়। ওই মামলায় শিক্ষক মিজানুর রহমান, তাঁর বোন ফরিদা বেগম, ভগ্নিপতি কালু খলিফা গ্রেফতার হন।

আরো পড়ুন : এম্বুলেন্স চালক ইউনুসকে হত্যার পরিকল্পনা ফাঁস
আরো পড়ুন : গুলি করে স্থানীয় যুবক হত্যা : ৩ রোহিঙ্গা গ্রেফতার

বহিস্কারের পর পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত খোরাকী-ভাতা পাবেন শিক্ষক মিজানুর রহমান। এমন আদেশ জারী করে গত মঙ্গলবার (৩ নভেম্বর) অফিস আদেশপত্র জারি করেছেন বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল আলম।