দারিদ্র বিমোচনে ভূমিকা রাখছে সমবায় সংগঠনগুলো

হাটহাজারীতে সমবায় দিবস পালিত

চট্টগ্রাম : ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে হাটহাজারীতে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন শীর্ষক এক আলোচনা সভা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান সুলতান আহম্মেদের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সহকারী পরিদর্শক আব্দুল মান্নানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

এ সময় প্রধান অতিথি বলেন, সমবায় সংগঠনগুলো দারিদ্র বিমোচনে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। তাদের দেয়া ঋণে অনেকেই বেকারত্ব দূর করেছেন। তবে খেয়াল রাখতে হবে সমবায় থেকে নেয়া ঋণ সঠিক কাজে লাগাতে হবে। একইসাথে ঋণ ফেরৎ দিতে হবে। এর জন্য সবাইকে আন্তরিক হতে হবে।

আরো পড়ুন : এম্বুলেন্স চালক ইউনুসকে হত্যার পরিকল্পনা ফাঁস
আরো পড়ুন : অপসাংবাদিকতা রোধে পেশাজীবি সাংবাদিকদের যৌথ সভা

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা।

এতে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্যে রাখেন সমবায়ী প্রভাকর চৌধুরী, আলমগীর হোসেন। সমবায়ের উপর প্রবন্ধ পাঠ করেন উপজেলা সমবায় কর্মকর্তা বিজয় কৃষ্ণ নাথ। আলোচনা সভার পূর্বে পতাকা উত্তোলন করা হয়।